এক জন ভালো ছাত্রের মধ্যে যে সকল প্রতিভা থাকতে হবে

 একজন ভালো ছাত্রের গুনাবলী ঃ

এক জন ভালো ছাত্রের মধ্যে অবশ্যই এ গুনাবলী থাকতে হবে।
যেমন :ক্লাসের প্রতি মনোযোগ,সময় সচেতন, শৃঙ্খলাবোধ,হাতের লেখা সুন্দর, গুরজনদের প্রতি শ্রদ্ধা, সততা,রুটিন মাফিক পড়া,পাঠ প্রস্তুতি, শরীর চর্চা, ধর্মভক্তি, ক্লাসমেট দের সাথে ভালো ব্যবহার ও জ্ঞান সাধনা।





ভালো ফলাফলের জন্য যা করনীয় ঃ
এক জন ছাত্রের ভালো ফলাফল করতে  এই নিয়ম মানা খুবই গুরুত্ব পূর্ণ।  
ভালো ফলাফলের জন্য রুটিন মাফিক প্রতিদিন ৫-৭ ঘন্টা পড়ালেখা  করতে হবে। গানিতিক, ইংরেজি  এবং বিজ্ঞান বিষয় জানার জন্য কোচিং অথবা গৃহশিক্ষকের সাহায্য প্রয়োজন।
তবে ভালো ভাবে স্কুলে ক্লাস হলে, ক্লাস শিক্ষকের মাধ্যমেই ভালো ফলাফল করা সম্ভব।

পরিক্ষার প্রস্তুতি ঃ
এক ভালো ছাত্রের মধ্যে পরিক্ষা প্রস্তুতির গুন অপরিসীম।
পরিক্ষার প্রস্তুতি পরিক্ষার পূর্বেই নিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে নতুন কাঠামো পদ্ধতি প্রশ্নের ধরন,মান বণ্টন ইত্যাদি বিষয়ের উপর খেয়াল রেখে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে আপনার প্রয়োজন  একটি ভালো সাজেশন বই কিনা। একটি ভালো সাজেশন প্রস্তুতি নিতে অনেক সহযোগীতা করে।

নতুন কাঠামো পদ্ধতি ঃ
নতুন কাঠামো পদ্ধতিতে  শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে।
এ জন্য পাশের হার বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থীদের জানার কৌশল অনেক উন্নতি ঘটেছে।
যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবন আলোকিত হবে।



তথ্য প্রযুক্তি ঃ
ভালো ছাত্র-ছাত্রীদের  তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে।
শিক্ষার ক্ষেত্রে এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছ।
এ জন্য শিক্ষার্থীদের আপডেট করতে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে।  না হলে একজন ভালো ছাত্র অজানা তথ্য থেকে পিছিয়ে পড়বে। 

Post a Comment

0 Comments