১/ চাপ কি ?
উ: কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
যদি লম্বভাবে প্রযুক্ত বল F এবং ক্ষেত্রফল A হয় তাহলে চাপ P হবে P = F/A। চাপের একক Nm^2 অথবা Pa (প্যাসকেল)।
২/ঘনত্ব কি ?
উ: বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে ρ দ্বারা প্রকাশ করা হয়। m ভরের কোনো বস্তুর আয়তন V হলে, ঘনত্ব ρ হবে।
ρ=m/V
ঘনত্বের একক Kgm−3
৩/ বিকৃতি কাকে বলে ?
উ: বাইরে থেকে বল প্রয়োগের মাধ্যমে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, তাকে বিকৃতি বলা হয়।
বিকৃতির কোনো একক নেই।
৪/পীড়ন কাকে বলে?
উ: বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর এক প্রকার বল সৃষ্টি হয়, যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বস্তুর একক ক্ষেত্রফলের উদ্ভূত এই বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে।
0 Comments